দেশজুড়ে জাতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে টিকা নিয়েছেন ৫৬০ জন।
তথ্যসূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের আটটি বুথে (পুরোনো শেরাটন হোটেলের উত্তর দিকে) রোববার (০৭ ফেব্রুয়ারি) টিকা নেন তারা। গত ২৮ জানুয়ারির ১৯৯ জনসহ এই কেন্দ্রে এ পর্যন্ত ৭৫৯ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা নিলেন।
টিকা নেয়া বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহীম, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান, সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু, ডা. সুদীপ বড়ুয়া প্রমুখ।
সকালে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গত ২৮ জানুয়ারি এই কেন্দ্রেই টিকা নিয়েছিলেন তিনি। উপাচার্য জানান, টিকা নিয়ে আগের মতোই সুস্থ ও স্বাভাবিক অবস্থা অনুভব করছেন তিনি। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিচারপতি ও দেশের বিশিষ্টজনরা ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ ফ্রন্টলাইন যোদ্ধারা টিকা নিচ্ছেন।
কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে তথ্যকেন্দ্র, ওয়েটিংরুম, আটটি বুথ, পোস্ট কোভিড অপেক্ষাগার ও আট শয্যার সিকবেড প্রস্তুত রয়েছে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে দুইটি চিকিৎসক টিম ছাড়াও চারটি এইচডিইউ, কেবিন ব্লকে চারটি শয্যা ও দুইটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।