1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাসে মিললো ২৫ লাখ টাকার হিরোইন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৯ পাঠক

রাজধানীর কল্যাণপুরে রাজশাহী-ঢাকা-চাঁপাই রুটে চলাচলকারী ন্যাশনাল ট্রাভেলসের বাস থেকে ২৫ লাখ টাকা হিরোইনসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় বাসটি জব্দ করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ আল মামুন ব্রেকিংনিউজকে জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- বাস চালক তুহিন (৩৫) ও যাত্রী মো. মোহাইমেনুল ইসলাম (৩০)।

আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাবের আভিযানিক দল জানতে পারে রাজশাহী-ঢাকা-চাঁপাই রুটের ন্যাশনাল ট্র‍্যাভেলসের বাসে কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে হেরোইন নিয়ে রাজধানীর মিরপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেইটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।

এরপর তাদের দেয়া তথ্যমতে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৮ গ্রাম হেরোইন পায়া যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে পরিবহন বাসের অন্তরালে হেরোইন সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রি করে আসছিল। । এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD