November 13, 2025, 9:09 pm

এবার এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধ করল মিয়ানমার

Reporter Name 332 View
Update : Tuesday, February 9, 2021

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পরে ইন্টারনেট-ফেসবুকের সেবা বন্ধ করার পরে এবার নিজেদের আকাশসীমায় বিমান চলাচলে এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধ করলো দেশটি।

এক্ষেত্রে বাংলাদেশ থেকে মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে যেসব বিমান থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় তারা মিয়ানমারের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনো ধরনের রাডার সার্ভিস বা নির্দেশনা পাবে না।

সোমবার দেশটির সিভিল এভিয়েশন এক বার্তায় আকাশসীমা বন্ধের ব্যাপারে অবহিত করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশনকে।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানিয়েছেন, রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধের কোনো কারণ উল্লেখ করেনি দেশটি। আপাতত সব দেশের সঙ্গেই তারা বিমান চলাচল বন্ধ রেখেছে।

এমন পরিস্থিতিতে মিয়ানমার আকাশসীমা অতিক্রমকারী সব বিমান বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিট থেকে ভারতের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু ও নিরাপদ এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস প্রদান করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর