পাকিস্তানি মডেল ও ইনস্টাগ্রাম স্টার ডানানির মবেন সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ‘পাওয়ারি হরি হাই’ শিরোনামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই সারা দেশে ভাইরাল হয়ে যায়। এডিট করা এই ভিডিওটিতে ভারতীয় সুরকার যুবরাজ মুখাতেকে পিয়ানো বাজাতে দেখা যায়। আর একই সঙ্গে মবেন তার বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় করতে থাকে।
পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মবেন নিজের ইনস্টাগ্রামে সব সময় ভক্তদের সারপ্রাইজ দিতে পছন্দ করেন। ভিডিওটি শেয়ার করে মবেন লেখেন, পাওয়ারি তো আব শুরু হোগি। সামনে আরো অনেক কিছু আসছে। নতুন কাজের জন্য আমি খুবই উৎসাহী। বন্ধুরা আশা করি সামনে তোমাদের ভালো কিছু কাজ উপহার দিতে পারব। এরপর তিনি আরো লিখেন, ‘এটি একটি দারুণ কনটেন্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।’ ভিডিওতে মবেন তার বন্ধুদের সঙ্গে পাকিস্তানের পশ্চিম অঞ্চলে অবস্থান করছে বলে উল্লেখ করেন।
সম্প্রতি মবেন তার নতুন গানের শুটিং শুরু করেছেন। গানটি কম্পোজ করবেন ভারতের জনপ্রিয় সুরকার যুবরাজ মুখাতে। মবেনের ইনস্টাগ্রামে ফলোয়ার সারে ৪ লাখের চেয়ে বেশি। তার এই ভিডিওটি দেখে অনেকেই আবার নেতিবাচক মন্তব্য করেন। একজন কমেন্ট করে লেখেন, ভিডিওতে পাকিস্তানের পশ্চিমা সংস্কৃতিকে খাটো করা হয়েছে।
সূত্র: দ্য নিউজ