বিনোদন ডেস্ক:
মুম্বাইয়েল বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। গুঞ্জন ছিল, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা। এরপর জানা যায়, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সাইফ-কারিনা দম্পতির দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে।
কারিনা তার ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার আগে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর, বোন কারিশমা কাপুর ও সৎ ছেলে ইব্রাহিম কাপুর খান।
এদিকে সন্তান জন্মের আগে থেকেই সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ‘ড্যাডি কুল’ সাইফ। সোস্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। যেখানে হাতে রঙ-রঙের প্যাকড খেলনা নিয়ে বাড়ির দিকে ফিরতে দেখা যায় সাইফকে।
কারিনা-সাইফের অনাগত সন্তান ইতোমধ্যে উপহার পাচ্ছে ভুরি ভুরি। সেই ঝলক সোস্যাল মিডিয়াতে খোদ শেয়ার করেছেন কারিনা।
অমৃতা সিংয়ের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বয়সে ১০ বছরের ছোট বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেছিলেন পাতৌদি নবাব সাইফ আলি খান। বিয়ের আগে ৫ বছর সাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের কন্যা কারিনা। ২০১২ সালে কারিনাকে বিয়ে করেন সাইফ। তাদের ঘরে তৈমুর নামে এক পুত্র সন্তান আছে।