1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

বহুরূপী প্রতারক তারা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২১ পাঠক

নিজেকে কখনো স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সহকারী পরিচালক, আবার কখনো বড় কোনো কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা দুই জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, নাসির উদ্দিন বুলবুল ও সহযোগী মনির হোসেন।

তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১৫টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, বিভিন্ন কোম্পানির হাতঘড়ি, ভুয়া পরিচয়পত্র, বিভিন্ন ফ্ল্যাটের দলিলের ফটোকপিসহ নানা আলামত জব্দ করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে গণভবন এলাকা থেকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।

বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ বলেন, নিজেকে এসএসএফ বা বড় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়া ছাড়াও বিলাসবহুল জীবন উচ্চবিত্ত পরিবারের মেয়েদের দেখাতে একেকদিন একেক পোশাক পরতেন, আলাদা আলাদা ঘড়ি ব্যবহার করতেন পাবনার নাসির উদ্দিন বুলবুল। দীর্ঘদিন ধরে এভাবে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় আটক হন বুলবুল।

দুই প্রতারককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে এনে বিস্তারিত জানা যাবে বলেও জানান ডিসি হারুন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD