দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম সাক্ষাৎ করেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মালয়েশিয়া সরকারের অর্থায়নে পরিচালিত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ‘সৌহার্দ্যপূর্ণ হাসপাতাল’ এর কার্যক্রম গতিশীল করার বিষয়েও তারা আলোকপাত করেন।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাসিম এনডিসি, শরণার্থী বিষয়ক সেলের প্রধান (যুগ্ম সচিব) মো. হাসান সারওয়ার এবং মালয়েশিয়া দূতাবাসের ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন।