1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

মাধবদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আব্দুল কুদ্দুস | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১২৪ পাঠক

নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এ হত্যাকান্ডের আট দিনপর মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে একটি পুকুর থেকে মাটি খুড়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সদর উপজেলা মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের দাইরের পার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ দাইরের পাড় গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছেন, চলতি মাসের ২ তারিখ রাতে নিহত সোহাগ নেশা জাতীয় দ্রব্য পান করে বাড়িতে আসে। ওই সময় সোহাগ তার মা’র সাথে রাগারাগি ও গালিগালাজ করে। এক পর্যায়ে সোহাগ উত্তেজিত হয়ে তার মা’কে মারধোর করতে থাকে। এতে তার বাবা বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও মারধোর করে।

পরে ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লিলতা হানির চেষ্টা করে। পরে সোহাগের ছোট ভাই জহিরুল ক্রিকেট বেট দিয়ে সোহাগের মাথায় আঘাত করে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে মাটি চাপা দিয়ে লাশ ঘুম করে রাখে।

এদিকে সোহাগকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে মাধবদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন। এরই মধ্যে মাধবদী থানা পুলিশ নিহতের ছোট ভাইয়ের স্ত্রী মিম(২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার দেয়া তথ্য মতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পাড় থেকে নিহত সোহাগের মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন,পারিবাকি বিরোধের জের ধরেই এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারন করা হচ্ছে। হত্যার পর লাশটিকে ঘুম করে রাখা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হচ্ছে।
– আব্দুল কুদ্দুস,মাধবদী থেকে :

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD