1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

মশা নিধনে চেষ্টায় ত্রুটি রাখছি না: মেয়র আতিক

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ১৫৭ পাঠক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশা নিধনে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখছি না। মশা বাড়ছে, আমরাও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।

বুধবার সকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে মশা নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। মশার উপদ্রব কিছুটা কমেছে বলে এ সময় তিনি মন্তব্য করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ দিনব্যাপী এ কর্মসূচির তৃতীয় দিন বুধবার মোহাম্মদপুর এলাকার ৯টি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মেয়র বলেন, সিটি করপোরেশনের এই অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব কিছুটা কমেছে বলে নগরবাসী জানিয়েছেন।

আগামী ১৬ মার্চ পর্যন্ত অভিযান চলবে। প্রতিদিন এক হাজার ২০০ মশক নিধনকর্মী কাজ করছেন।

মশক নিধন কর্মসূচি মনিটরিংয়ের জন্য ২০০ জন তদারককারী কর্মকর্তা কাজ করছেন জানিয়ে আতিকুল ইসলাম বলেন, মশক নিধনে আমরা চেষ্টা করে যাচ্ছি। মশা বাড়ছে, আমরাও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD