হলিউড ও বলিউডের জনপ্রিয় দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের পর থেকেই একের পর এক সফলতার সঙ্গে যুক্ত হচ্ছেন এই তারকা দম্পতি। আজ (১১ মার্চ) প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে প্রিয়াঙ্কা ও নিক জানান, আগামী ১৫ মার্চ অস্কারের ২৩টি বিভাগের মনোনয়নের নাম প্রকাশ করবেন তারা। এদিকে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে অস্কারের এবারের আসর।
তবে ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘আমি কি একাই মনোনয়ন ঘোষণা করতে পারব।’ এরপর ভিডিওতে প্রিয়াঙ্কা নিককে যুক্ত করেন। তারপর ভক্তদের প্রিয়াঙ্কা বলেন, ‘মজা করছিলাম, এবারের ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত নমিনেশন তালিকা ঘোষণা আগামী ১৫ মার্চ আমরা দুজন ঘোষণা করব।’
এদিকে ভিডিওটি সংগীতশিল্পী নিক জোনাস নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘প্রিয়াঙ্কার সঙ্গে ৯৩তম অস্কারের নমিনেশন ঘোষণা দেব ভেবে আমি খুব উচ্ছ্বসিত।’ নমিনেশনটি সামনের সোমবার (১৫ মার্চ) দুই ধাপে ঘোষণা করা হবে বলে অস্কার থেকে জানানো হয়। এ সময়ে তারা অস্কারের ২৩টি বিভাগের মনোনয়ন ঘোষণা করবেন।