1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

মধ্যরাতে মহানগর জামায়াতের আমির গ্রেফতার

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১২৩ পাঠক

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে নারায়ণগঞ্জে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা নাশকতার মামলায় মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে মাঈনুদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপর দুজন হলেন- জামায়াতের সদস্য জনি ও বিএনপি কর্মী ইসলাম।

গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রবিবার রাতে ওই তিনজনকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়া হয়েছে। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে। গ্রেফতার তিনজনই হেফাজতের ডাকা হরতালে নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানিয়েছে, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল এলাকা পর্যন্ত সহিংসতা চালায় হরতালকারীরা। এসময় তারা যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাসসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে। আগুন দেয়া হয় অন্তত ১৮টি গাড়িতে।

এসব ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে ৮টি মামলা করা হয়। মামলাগুলোতে এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD