রাজধানীর উত্তরায় বালুরমাঠ বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের বালুর মাঠ বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর ১টা ৪৫ মিনিটের দিকেব আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়াও হতাহতের কোন খবরও পাওয়া যায়নি।