রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া বটতলা এলাকায় রবিবার দিবাগত রাত ১ টার দিকে রাতের আঁধারে ঘর তুলে এক ডাক্তারে জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা দিলবর ও তার লোকজন বিরুদ্ধে।
জমির মালিক ডাঃ আকলিমা আক্তার সোমবার এমন অভিযোগ করেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন, আমার জমির সকল কাগজ পত্র সবকিছু টিকঠাক থাকার পর গতকাল রাতের আঁধারে ঘর তুলেছে একটি মহল। আমি আমার জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
রাতের আধাঁরে জমি দখলে নেয়ার কারন জানতে চাইলে আওয়ামীলীগের নেতা দিলবর এবিষয়ে কোন কথা বলতে রাজি নন বলে জানান।
এ ঘটনায় জমির মালিক সোমবার সকালে তুরাগ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে গেলে জমির মালিকের কোন অভিযোগ গ্রহন করেনি তুরাগ থানা পুলিশ।
সরেজমিনে গুরে দেখা যায় খালি জমিটির সামনে প্রতিদিন বেশকিছু ব্যবসায়ী সবজি বিক্রি করতেন রবিবার রাত পর্যন্ত ঐ খালি জায়গায় ব্যবসা করেছেন তারা। সোমবার সকালে এসে দেখে খালি জায়গাটিতে একটি টিনসিট মার্কেট নির্মান হয়েছে। খোজ নিয়ে জানা যায়, জমিটির সামনের অংশে মোট চারটি দোকান নির্মান করা হয়েছে। এবং দোকান গুলো ভাড়ার জন্য আগে থেকে ব্যবসায়ীও ঠিক করে রেখেছেন দখলদাররা।
জানা যায়, রবিবার রাতে ওই জমিতে তুরাগ থানা আওয়ামীলীগের সদস্য দিলবর এবং অর্ধ শতাধিক লোকজন নিয়ে ঘর তুলে জমি দখল করে। ওই জমিতে তারা অস্থায়ী টিনসেট মার্কেট ঘর তৈরি করেছেন ।
এ বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন,এটা জমি সংক্রান্ত ব্যাপার উভয় পক্ষকে কোর্টে যাওয়ার জন্য বলা হয়েছে। সংঘর্ষের ঘটনা ঘটলে আপনারা দেখবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান,অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব।
জমির মালিক জমিতে অবস্থান করতে পারবেন বলেও তিনি জানান।