1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

জার্মানিতে ক্লিনিকে ৪ জনকে হত্যা, নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৪০ পাঠক

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য বান্ডেনবুর্গে একটি ক্লিনিকে চার জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনার পর সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতরা ক্লিনিকটির রোগী ছিলেন আর আটক নারী সেখানকার একজন কর্মী।

বুধবার (২৮ এপ্রিল) রাতে রাজ্যের পসডাম শহরের এ ঘটনায় আরেক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে বলে জার্মান গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বান্ডেনবুর্গ রাজ্য পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টার একটু আগে ওবার্লিন নামক ওই ক্লিনিক থেকে পুলিশ কর্মকর্তাদের ডেকে নেওয়া হয়। পুলিশ সেখানে গিয়ে চার ব্যক্তিকে মৃত ও এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পান।

তিনি আরও জানান, হতাহতদের শরীরের ক্ষত থেকে সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে পুলিশ ইঙ্গিত পায়। এসব হত্যাকাণ্ডের জন্য ‘প্রধান সন্দেহভাজন’ হিসেবে ৫১ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD