নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাস্থ্য-খাদ্য-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান দুর্নীতি বন্ধ না করলে পালাবার পথও বন্ধ হবে। বঙ্গবন্ধুর কন্যা যখন প্রধানমন্ত্রী; তখন নতুন প্রজন্মের প্রতিনিধিরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে জাতি দুর্নীতিমুক্ত দেশ পাবে। কিন্তু তাদের সেই বিশ্বাস ভেঙ্গে দিলে নতুন প্রজন্ম মাঠে নামতে বাধ্য হবে।
২৮ এপ্রিল বিকেল ৫ টায় রাজধানীতে মাসব্যাপী শ্রমজীবী-ভাসমান মানুষদের মাঝে ইফতার সামগ্রী প্রদানের পর তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী লিলি চক্রবর্তী, সদস্য সরদার হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, প্রতিনিয়ত দুর্নীতিবাজরা রাষ্ট্রকে ক্ষতির মুখোমুখি করছে। টিকা নিয়ে দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে দুর্নীতি এমননি টিসিবি নিয়েও সীমাহীন দুর্নীতি চলছে। যে কারণে নির্মম মহামারিতে মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে। এখনই পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে মানুষের পাশে সরকার না দাঁড়ালে ফলাফল খুব ভয়ংকর হয়ে উঠবে।