চলমান করোনা ভাইরাস মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথশ বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। যদিও পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জরুরি বৈঠকে বসা হবে বলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোটেও অনুকূলে নয়। এ পরিস্থিতিতে আমরা পরীক্ষা হয়তো যথাসময়ে নিতে পারবো না। তবে এখনও কিছু বলা যাচ্ছে না। বৃহস্পতিবার ডিনদের সঙ্গে এ নিয়ে বৈঠক হবে। সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে।’
সূচি অনুযায়ী, স্নাতক প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন ও অংকন পরীক্ষা ১৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২৩ হাজার ৮০৬ জন, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৯৬২ট জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৭৫৬ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫৩৭ জন ও ‘চ’ ইউনিটে ২২ হাজার ৬৫১ জন শিক্ষার্থী।