উত্তরায় হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি এবং পিছিয়ে পড়া কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ বিতরণ করেন ৫১ নং ওয়ার্ড যুবলীগ কর্মী প্রদিপ।
সমবার দুপুর দুইটার দিকে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান ১৩ নাম্বার সেক্টর মাঠ প্রাঙ্গনে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি
ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। সাংগঠনিক সম্পাদক মামুন সরকার এবং ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান শরিফ সহ যুবলীগের থানা এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেত্রীবৃন্ধ।
সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, ৫১ নং ওয়ার্ড যুবলীগের কর্মী প্রদীপ এর উদ্যোগে আজ ৫শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি এবং পিছিয়ে পড়া কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে ৫ কেজি চাল, তেল. ডাল এবং আলু বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সমাজের বৃত্তবানরা যদি সবাই এগিয়ে আসে তাহলে সমাজের পিছিয়ে পড়া মানুষ গুলো এই করোনা কালিন সময়ে ভালো থাকবে। আসুন সবাই সহায়তার হাত বাড়িয়ে দেই এবং অসহায় এবং কর্মহীন মানুষের পাশে দাড়াই।