কক্সবাজারের চকরিয়ায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় তিন সংবাদকর্শী আহত হয়েছেন। এসময় তাদের ব্যবহৃত মোবাইল সেট, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ২ মে রবিবার বিকাল তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্ক গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ৩ সংবাদকর্মী হলেন- চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও আমার সংবাদ চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ , যুগান্তরের চকরিয়া প্রতিনিধি মনসুর মহসিন ও স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি মোস্তফা কামাল। পরে স্থানীয় লোকজন আহত তিন সংবাদকর্মীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর আগে ডুলাহাজারা এলাকার হাসানুল ইসলাম আদর নামে এক যুবলীগ নেতার নেতৃত্বে পাহাড় কেটে মাটি লুটের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই যুবলীগ নেতা বেশ কয়েকজন সংবাদকর্মীকে মুঠোফোনে প্রাণ নাশের হুমকি দেন। এ ঘটনায় তিন সংবাদকর্মী বাদী হয়ে ওই যুবলীগে নেতার বিরুদ্ধে চকরিয়া থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরী রুজু করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিন সংবাদকর্মীর উপর হামলা চালিয়েছে আদরের ভাইয়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
সন্ত্রাসী হামলায় আহত সংবাদকর্মী মোহাম্মদ উল্লাহ বলেন, সম্প্রতি ডুলাহাজারা এলাকায় পাহাড় কেটে মাটি লুটের ঘটনায় বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে রবিবার সকাল থেকে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন শুরু করেন। পরিদর্শন সংবাদ সংগ্রহ করতে আমরাও যায় । সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সাফারী পার্ক এলাকায় পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা হাসানুল ইসলাম আদরের ভাই যুবদল নেতা নয়নের নেতৃত্বে ১০-১২ জন দুবৃর্ত্ত আমাদের গতিরোধ করে। এক পর্যায়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় আমাদের ব্যবহৃত মোবাইলসেট, ক্যামেরা ও পকেটে থাকা নগদ টাকা ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। আমাদের শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে জানতে চাইলে ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক হাসানুল ইসলাম আদরের সাংবাদিকদের জানান, কয়েকদিন ধরে আমি ঢাকায় রয়েছি। আমি কোন সাংবাদিকের উপর হামলা করিনি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সংবাদকর্মীদের উপর হামলা খুবই দূ:খজনক। হামলার ঘটনা পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।