করোনা ভাইরাসে গোটা ভারত কাঁপছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুতে পুরো দেশ ছেয়ে যাচ্ছে। শোকের মাতম চলছে ভারতজুড়ে। এরইমধ্যে অনেক নামিদামি তারকাও এ ভাইরাসটিতে ঘায়েল হয়েছেন। এভার বলিউড সেনশেসন দীপিকা পাডুকোনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, দীপিকার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। বর্তমানে বেঙ্গালুরুতে পরিবারের সঙ্গে আছেন নায়িকা।
যদিও দীপিকা নিজে এখনও করোনায় আক্রান্ত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, তবে টুইটারে ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) দীপিকার করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছে। সেইসঙ্গে এই চিত্রনায়িকার দ্রুত আরোগ্যও কামনা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর গতকালের খবর, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোন বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর কয়েক ঘণ্টা পরই দীপিকার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।
এর আগে দীপিকার মা উজ্জ্বলা পাডুকোন ও ছোট বোন আনিশা পাডুকোন করোনায় আক্রান্ত হন।
এদিকে দীপিকার করোনায় আক্রান্ত হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তরা পোস্ট দিতে শুরু করেছেন।