আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় ভারত থেকে দেশে ফিরে এলেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বাংলাদেশের দুই ক্রিকেটারকে বহনকারী চাটার্ড বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান, বিমানবন্দর থেকে সরাসরি কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উঠবেন তারা। সেখানে সরকারের নির্দেশনা মেনে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে তাদের।
মে মাসের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দলের যোগ দেওয়ার জন্য সাকিব-মোস্তাফিজের ১৯ মে দেশে ফেরার কথা ছিল। সাকিব এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। মোস্তাফিজ অবশ্য রাজস্থান রয়্যালসের খেলা সব ম্যাচেই একাদশে ছিলেন।