নরসিংদীতে মাধবদী এসপি ইনস্টিটিউশন এর ৯৬ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অুনষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) মাধবদীতে উইজডম প্রিপারেটরি স্কুলে দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী আনন্দঘন পরিবেশে পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচির শুরুতেই এ ব্যাচের প্রয়াত বন্ধু মিঠুর স্মরণে দোয়া করা হয়। এছাড়াও দুপুরের খাবার,বিকালে পিঠা উৎসব সহ আনন্দ উল্লাসের মাধ্যমে এ পূর্ণমিলনী উদযাপন করা হয়।
৯৬ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, স্কুলের বাঁধভাঙা সেই শৈশবের পুরনো স্মৃতিগুলোতে নিজেদের হারিয়ে ফেলার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় আনন্দ উল্লাসের মাধ্যমে।
ঈদ পূর্ণমিলনীতে সার্বিক সহযোগিতায় ছিলেন, হাসিনা, মরিয়ম, সাবিনা, অর্পনা, সেলিনা, পপি, হাবিবা, নাসরিন, লিপি, লুনা, ঝুমুর ও শিমুল।
এছাড়াও সঞ্জয় শাহা, আল আমিন রহমান, কাউয়ুম মোল্লা, শাহিনুর, মাছুম ভূইয়া, শেখ রোমন, হাজী রোমান, তারেক, শরীফ, মাহবুর, রাজীব, মাহফুজ, আনোয়ার, ইকবাল, আরিফ, জাহাঙ্গীর, মামুন, ওমর ও মকবুলসহ মাধবদী এসপি ইনস্টিটিউশনের ৯৬ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ পূর্ণমিলনীতে আপ্যায়ন আতিথিয়তায় বিশেষ ভুমিকা রাখায় ৯৬ ব্যাচের শিক্ষার্থী হাসিনা বেগমসহ তার দুই মেয়ে মাহবুবা আক্তার তিথি ও সোহানা হোসেন অদিতির ভূয়ষী প্রশংসা করা হয়।