1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

রাজবাড়ী‌তে অসহায়‌দের মা‌ঝে রিক্সা-ভ্যান ও সেলাই মে‌শিন বিতরণ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৩১ পাঠক
রিক্সা-ভ্যান ও সেলাই মে‌শিন বিতরণ

রাজবাড়ী‌র জেলার বিভিন্ন উপজেলায় মু‌জিববর্ষ উপল‌ক্ষে ক্ষূধা ও দারিদ্র মুক্ত সমাজ গড়‌তে অসহায় ও হতদ‌রিদ্রদের মা‌ঝে ৪টি রিক্সা, ১১টি ভ্যান ও ১০টি সেলাই মে‌শিন বিতরণ ক‌রা হ‌য়ে‌ছে। শ‌নিবার (২৯ মে) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জেলা প্রশাসনের উদ্দ্যো‌গে অ‌ফিসার্স ক্লাব প্রাঙ্গণে এগলো বিতরণ করা হয়।

এ‌সময় জেলা প্রশাসকের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা প‌রিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফ‌কির আব্দুল জব্বার, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক এবং শিক্ষা ও‌ আই‌সি‌টি) মো. মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি হেদা‌য়েত আলী সোহরাব সহ অসহায় ও হতদরিদ্ররা।

এসময় জেলা প্রশাসক দিলসাদ বেগ‌ম ব‌লেন, মু‌জিববর্ষ উপল‌ক্ষে সরকা‌রি নি‌র্দেশনা ক শ্রেনীর তা‌লিকাভুক্ত‌দের যেমন ঘর তু‌লে দেয়া হ‌চ্ছে। তেম‌নি ক্ষূধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়‌তে আরেক‌টি শ্রেনীকে আজ জেলা প্রশাসনের পক্ষ থে‌কে ৪টি রিক্সা, ১১টি ভ্যান ও প্রশিক্ষন প্রাপ্ত ১০ জন মহিলা‌কে সেলাই মে‌শিন দেয়া হ‌য়ে‌ছে। এর আ‌গে আরও ১২টি রিক্সা দেয়া হয়েছে। ডি‌সেম্বর ২০২১ ইং পর্যন্ত এ কর্মসূ‌চি অব্যাহত থাকবে ব‌লেও তি‌নি জানান।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD