ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটায় ফরিদপুরের কোমরপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বগুড়া থেকে বরিশাল গামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ঠ ১১-২১৫৪) বাসের সাথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ব ৩১-৯৮৬৩) মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে পথচারী ছবিরুন নেছা(৫৫) বোয়ালপাড়া সালথা ফরিদপুর এবং প্রাইভেটকারের ড্রাইভার মোঃ জাহিদ হাসান (৪৭) টুংগীপাড়া গোপালগঞ্জ নিহত হন। ঘটনাস্থলে করিমপুর হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে নিহতদেরকে কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ এবং গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যান। এ সময় বিআরটিসি বাসের ড্রাইভার পালিয়ে যান।