1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
  3. sasujan83@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
  4. mdjihadcfm@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন

দৈনিক ১ কোটি ৯০ লাখ লোককে টিকা দিচ্ছে চীন

ঢাকা টোয়েন্টিফোর
  • প্রকাশিত | শনিবার, ৫ জুন, ২০২১

চীনে বিস্ময়কর গতিতে দৈনিক গড়ে ১ কোটি ৯০ লাখ লোককে ভ্যাকসিন দেয়া হচ্ছে। ‘আওয়ার ওয়াল্ড ইন ডাটা’ নামে একটি অনলাইন রিসার্চ সাইটের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, সাতদিনের টিকাদানের গড় হিসাব থেকে এই তথ্য জানা গেছে।

এপি ‘আওয়ার ওয়াল্ড ইন ডাটা’র তথ্য উল্লেখ করে জানায়, “এই টিকাদানের অর্থ দাঁড়ায় ইতালির প্রত্যেকের জন্য প্রতি তিন দিনে একটি ডোজ প্রদান। চীনের এক তৃতীয়াংশ জনসংখ্যার যুক্তরাষ্ট্রে এপ্রিলে এই দৈনিক টিকাদানের সংখ্যা ৩.৪ মিলিয়ন ডোজ।” বিশ্বব্যাপী চীনের ভ্যাকসিন সরবরাহের সংখ্যা ১৯০ কোটির প্রায় এক তৃতীয়াংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাণিজ্যিক কোম্পানি, স্কুল এবং স্থানীয় সরকারসহ সকল স্তর থেকে টিকা নেয়ার আহবানে টিকা গ্রহণের এই গতি বৃদ্ধি পেয়েছে।

এতে আরও বলা হয়, চীন তার ‘স্প্রিং স্প্রাউট’ প্রেগ্রামের মাধ্যমে ৫ লাখ বিদেশি নাগরিককে টিকা দিয়েছে।

fb-share-icon35
56

আরো সংবাদ পড়ুন
© All rights reserved &copy | 2016 dhaka24.net
Theme Customized BY WooHostBD