রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের মূলহোতা তৌফিকসহ ছয়জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৮ জুন) দুপুরে র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এএসপি ইমরান বলেন, ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের হোতাদের ধরতে রাজধানীর উত্তরায় অভিযান চালানো হয়। এসময় সিন্ডিকেটের মূলহোতা তৌফিকসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।