জন্মদিন মানেই প্রিয়জনদের নিয়ে বিশেষ আয়োজন। বছরের এই একটি দিনকে ঘিরে থাকে কত আয়োজন, কত পরিকল্পনা। কিন্তু আমাদের চারপাশে বেড়ে উঠা পথশিশুদের এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে জন্মদিন পালন যেন এক বিলাসিতা যেন বাকি সাধারণ দিনের মতই।
আজ ১৭ই জুন তার জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন ৫১নং ওয়ার্ড যুবলীগ নেতা তাজওয়ার ওয়ালী এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করে নিজের ৩১তম জন্মদিন পালন করার উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে সেই আহবানে সাড়া দিয়ে জন্মদিন উপলক্ষে ৩১টি বৃক্ষ রোপন করার কর্মসূচি নিয়েছেন।
তাজওয়ার ওয়ালীর সাথে কথা বলে যানা যায়, সকলের সাথে নিজের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত আনন্দ। আমার এই খুশির দিনে আমার গ্রহণ করা উদ্যোগে আরও কিছু মানুষের মুখে হাসি ফুটেছে এটাই তো পরম পাওয়া।
আমাদের পরিবার, সমাজ, ধর্ম আমাদের মানুষের পাশে দাড়ানোর শিক্ষাই দেয় এবং সেই শিক্ষা অন্তরে ধারণ করেই আমি পথ চলার চেষ্টা করি।
এছাড়া সমাজের বিত্তবানদের পথশিশু এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনকে আরেকটু সুন্দর এবং সহজতর করার লক্ষ্যে কাজ করার আহবান জানান তিনি।