উত্তরায় অভিযান চালিয়ে ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের মূলহোতা তৌফিকসহ ছয়জন আটক

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের মূলহোতা তৌফিকসহ ছয়জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৮ জুন) দুপুরে র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এএসপি ইমরান বলেন, ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের হোতাদের ধরতে রাজধানীর উত্তরায় অভিযান চালানো হয়। এসময় সিন্ডিকেটের মূলহোতা তৌফিকসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর