1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
May 30, 2023, 9:52 pm

আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ আ. লীগ নেতা গ্রেফতার

Dhaka24 | Online Desk:
  • Update Time | Monday, June 21, 2021,
  • 15 View

আশুলিয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় এসআই সুদীপ কুমার গোপ, এসআই আসওয়াদুর রহমান ও এসআই এমদাদুল হক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার ঘর তল্লাশি করে পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার শাহিন পালোয়ান আশুলিয়ার পালোয়ানপাড়ার বিল্লাল পালোয়ানের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় চাঁদাবাজির মামলা আছে। এছাড়া ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে তার বিরুদ্ধে ৪/৫টি মামলা রয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন পালোয়ানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এর আগে গত (৬ জুন) রোববার দাবিকৃত চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ও মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD