মমতাময়ী মায়ের বুদ্ধিমতা ও প্রানপণ চেষ্টায় বেঁচে গেছে মাত্র ২৩ দিনের কোলের শিশু হাফসা। শিশুটি এখন বিপদমুক্ত ও কিছুটা সুস্থ আছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে হাফসা’র প্রচন্ড স্বাসকষ্ট শুরুর এক পর্যায়ে শিশুটি অচেতন ও নিথর হয়ে পড়ে। বিপদ আঁচ করতে পেরে মমতাময়ী মা শিশুটির মুখে মুখ দিয়ে অনবরত ‘ফু’ দিয়ে বাতাস দিতে থাকে, যেন কৃত্রিম স্বাস প্রশ্বাসে শিশুটি অক্সিজেনের ঘাটতি না পড়ে। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া পাড়া থেকে রিকশায় করে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পুরো পথে মা শিশুটির মুখে বিরামহীনভাবে ‘ফু’ দিয়ে বাতাস দিতে থাকে।
পরে শিশুটিকে জরুরীভিত্তিতে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে অক্সিজেন দেওয়াসহ দ্রুত চিকৎসাসেবা দেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। এরপর ২৩ দিন বয়সী হাফসা চিৎকার দিয়ে কেঁদে উঠে জানান দেয় সে বেঁচে আছে। এতে স্বস্থির নি:শ্বাস ফেলে প্রায় এক ঘন্টা ধরে লড়াই করে যাওয়া মা রেশমা ও বাবা সজল। লেখা: সংগৃহীত