ফতুল্লায় হেরোইনসহ আশরাফুল আলম রকি (৩৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২ জুলাই) ফতুল্লার মাহমুদপুর ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।
এ সময় তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১২ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, রকি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল।