1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

মাধবদীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকসহ দুজন নিহত

আরিফুল ইসলাম | বিশেষ প্রতিবেদক-
  • প্রকাশ | শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১২৮ পাঠক

নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার(২ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন কান্দাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক কান্দাইল এলাকার জামান মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০) ও কিশোরগঞ্জ বাজিতপুরের নূরুল ইসলামের ছেলে ফারিকুল ইসলাম (২১)। মাধবদী থানার উপপরিদর্শক মো. মাহবুবুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্টভ্যান সিলেট অভিমুখে যাচ্ছিলো। এ সময় ভ্যানটির সামনে দিয়েই মহাসড়ক ধরে মাধবদীর দিকে চলছিলো অটোরিকশাটি। তখন কাভার্টভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বা পাশে পড়ে যায়।

এসময় রিকশাকে পেছন থেকে কাভার্ডভ্যান চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাব্বির হোসেন ও রিকশা আরোহী ফারিকুল ইসলাম নিহত হয়। পরে মাধবদী ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে মাধবদী থানার উপপরিদর্শক মাহবুবুল হক রনি।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD