বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে পাঠানো যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা ভাইরাসের ২৫ লাখ ডোজ টিকার প্রথম ডোজের সাড়ে ১২ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। মডার্নার বাকি টিকা আসবে শনিবার।
শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ভ্যাকসিন ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আজ রাতেই চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ ঢাকায় আসার কথা রয়েছে।
চীন থেকে দুই ধাপে উপহার হিসেবে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। এদিকে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মডার্না ও সিনোফার্ম মিলে দেওয়া মোট ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার পর ওই টিকাদান কর্মসূচি আমরা শুরু করে দিতে পারব।
প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড দিয়ে দেশে শুরু হয় টিকাদান কর্মসূচী। এপ্রিলে ভারত থেকে টিকার চালান স্থগিত করলে টিকা প্রদানও বন্ধ হয়ে যায়। পরে চীনের উপহার দেওয়া সিনোফার্ম এবং কোভ্যাক্স থেকে পাওয়া যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের ফাইজারের টিকা এলে দেশে আবার টিকাদান কার্যক্রম শুরু হয়।