ব্যাটারিচালিত ৪ টি অটোরিক্সা দুই ঘন্টা আটক রেখে চালকের নিকট কেন ছয়শত টাকা আদায় করা হলো এ বিষয়ে দুজন সংবাদিক রাজলক্ষ্মী পুলিশ বক্সের সার্জেন্ট ইমরানের নিকট জানতে চাইলে দুজন সাংবাদিকের উপর চড়াও হন সার্জেন্ট ইমরান এ সময় তিনি সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি প্রধান করেন।
রবিবার ৩রা জুলাই সন্ধ্যায় উত্তরার রাজলক্ষ্মী পুলিশ বক্সে ঢাকা টুয়েন্টিফোর ডট নেটের দুই সাংবাদিক আলি হোসেন শ্যামল ও এলেন বিশ্বাস তথ্য নিতে গেলে তাদের সাথে খারাপ আচরন করেন সার্জেন্ট ইমরান। এ বিষয়ের কেন ভিডিও ধারন করাং এবং আদায় করা রেকার বিলের রশিদ দেখতে চাওয়া সার্জেন্ট ইমরান সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি প্রধান করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার হুমকি দেন এবং কিছু সময় পুলিশ বক্সে বসিয়ে রাখেন কিছু সময় পর সার্জেন্ট ইমরান তার সিনিয়রের সাথে কথা বলে নমনীয় ভাষায় সাংবাদিকদের বলেন আপনারা চলেন জান তিনি বলেন আমরা ব্যাটারিচালিত রিকশা গুলো আটক করি এবং কিছু সময় আটক রেখে চালকদের নিকট হাফ রেকার বিল ৬০০ টাকা আদায় করে রিক্সা গুলো ছেড়ে দেই।