1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

টিকার যৌথ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করবে চীন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৩৭ পাঠক

ঢাকায় চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান (ডিসিএম) হুয়ালং ইয়ান আজ বলেছেন, চীনা টিকা উৎপাদন গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) কোম্পানিগুলো এখানে যৌথ উদ্যোগে চীনা টিকা উৎপাদনের জন্য বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

তিনি আজ তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, চীনা টিকা গবেষণা ও উন্নয়ন কোম্পানিগুলো বাংলাদেশে ভবিষ্যতে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের জন্য বাংলাদেশী অংশীদারদের সঙ্গে কাজ করছে।

হুয়ালং ইয়ান বলেন, চীন অনেক উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সহযোগিতামূলক উৎপাদন চালিয়েছে এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট বিদেশী কোম্পানিগুলোকে সহযোগিতা দিয়েছে।

তিনি আরো বলেন, চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশকে টিকা সরবরাহ করেছে এবং কোভাক্সকে ১০ মিলিয়ন ডোজ টিকার প্রথম ব্যাচ সরবরাহ করবে।

তিনি বলেন, চীনা টিকাগুলোই হচ্ছে অনেক উন্নয়নশীল দেশে প্রাপ্ত টিকার প্রথম ব্যাচ।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD