1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
May 30, 2023, 8:19 pm

রূপগঞ্জে স্লুইচগেট করার সিদ্ধান্ত উপজেলা প্রশাসনের

Dhaka24 | Online Desk:
  • Update Time | Tuesday, July 6, 2021,
  • 28 View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টানা বর্ষণ ও বিভিন্ন কল-কারখানার পানিতে তৈরি হওয়া জলাবদ্ধতা নিরসনে বেড়িবাধে স্লুইচগেট করার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পানিবন্দি এলাকা গুলো পরিদর্শনে এসে এ সিদ্ধান্তের কথা জানান রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, গোলাকান্দইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসরাফিল হোসেন, ইউপি সদস্য নাসির মিয়া, খোকন মিয়া, হুমায়ুন মিয়া, মান্নান হাজী, বজলুল বাসেত প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে শুনেছি। মঙ্গলবার সকালে পানিবন্দি এলাকা গুলোতে জলাবদ্ধতা নিরসনে গোলাকান্দাইল ইউনিয়নের বেড়িবাধ বটতলা এলাকায় পরিদর্শনে গিয়ে খুব শীঘ্রই স্লুইচগেট করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পানিবন্দি এলাকার মানুষ পানি থেকে মুক্তি পাবেন। সেই সাথে পানিবন্দি মানুষের পাশে প্রশাসনের সাথে সমাজের উচ্চবিত্তরা যেন তাদের এই দূর্যোগের সময় পাশে দাড়ান।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD