মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া নামক এলাকা থেকে মোট ৫২ টি গাঁজা গাছ সহ একজন গাজা চাষি ব্যবসায়ী আটক করেছে র্যাব-৪ মানিকগঞ্জ। মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব দাশড়া এলাকা থেকে গাজা চাষি ব্যবসায়ী আবু সাঈদকে তার নিজ বাসার ছাদ থেকে ৫২টি গাজা গাছ সহ গ্রেফতার করা হয় ।
এ ব্যাপারে র্যাব-৪ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ জানান, অভিযুক্ত আবু সাঈদ দীর্ঘ দিন ধরে তার নিজ বাসার ছাদে গাজা গাছের চাষ ও ব্যাবসা করে আসছিল। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।