1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
May 30, 2023, 8:46 pm

চাঁদপুরে ১৪’শ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ

Dhaka24 | Online Desk:
  • Update Time | Monday, July 12, 2021,
  • 23 View

চাঁদপুরে মেঘনা নদী থেকে এক হাজার চারশ কেজি (৩৫ মণ) বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার ভোরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে মেঘনা তীরবর্তী হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়।

সোমবার (১২ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পাওয়া যায়। পরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীর পাড়ে পাচারকারীরা জেলী যুক্ত চিংড়ি পরিবহনের জন্য নিয়ে আসলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি ককশিটে থাকা এক হাজার চারশ কেজি বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। পরে জব্দকৃত চিংড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD