ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ১ হাজার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
১৫ ই জুলাই বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় করোনা কালীন সংকট ও আগামী ঈদকে সামনে রেখে করোনায় সংকটে পড়া তুরাগের অসহায় দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দরা। ঢাকা-১৮ আসনের সাংসদ মোহাম্মদ হাবিব হাসানের উদ্যোগে উক্ত ঈদ সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটির প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে দেশের সকল নিম্ন আয়ের মানুষ সাময়িকভাবে বেকার, অসহায় অবস্থার মুখোমুখি। সরকার অসহায় মানুষের সাহায্যে কাজ করে চলছে। সরকারের পাশাপশি সমাজের ধনী ও স্বচ্ছল ব্যক্তিদের বর্তমান অসহায় মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়াতে হবে।’
ঢাকা-১৮ আসনের সাংসদ সদস্য হাবিব হাসান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন করোনাকালীন অসহায়, দুঃস্থ, খেটে-খাওয়া মানুষদের সহযোগিতা করার জন্য। তারই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি থানা এলাকা এবং প্রতিটি সাংসদীয় আসনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে।’
হাবিব হাসান, এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যেভাবে আপনাদের খাদ্য সহায়তা দিচ্ছি এভাবে আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
উক্ত ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণের আয়োজনটিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক এম.এ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল হক মতি, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী ত্রাণ বিষয়ক সম্পাদক এইচ এম মাহবুব, সদস্য ফয়েজ আহমেদ, রবিউল ইসলাম রবি, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জাান ইলিয়াস, ডিএনসিসি ৫২নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, তুরাগ থানা আওয়ামী লীগের সম্পাদক এমডি হালিম, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আল সোহেল, সহ ব্যক্তিবর্গ ও আওয়ামী নেতৃবৃন্দ।