“আমরা সবাই ঐক্যবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে উত্তরা প্রেসক্লাবের ২০২১ সালের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক কাজী রফিককে আহবায়ক এবং ঢাকা টিভির সাংবাদিক জুয়েল আনান্দকে সদস্য সচিব,(অন্যদিগন্ত)সেলিম কবিরকে যুগ্ন আহবায়ক,(যমুনা টেলিভিশন)আরিফুল ইসলাম কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) ২০২১ সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ঢাকা-১৮ আসনের পেশাদার সাংবাদিকদের নিয়ে এক জরুরি সভা এ কমিটি ঘোষনা করা হয় ।
(বাসস) এর সিনিয়র সাংবাদিক এস,এম মনির হোসেন জীবনের সভাপতিত্ব এ কমিটি ঘোষনা করা হয়। সভায় সকলের মধ্যে উপস্থিত ছিলেন কাজী রফিক দৈনিক ইত্তেফাক,রফিকুল ইসলাম (যুগান্তর), জুয়েল আনান্দ (ঢাকা টিভি),সেলিম কবির (দৈনিক অন্যদিগন্ত) রাসেল খান (দৈনিক মানবকন্ঠ),শহিদুল ইসলাম (এশিয়ান টেলিভিশন),হুমায়ুন কবির, (ঢাকা টিভি), মনির হোসেন জীবন (বাসস), মাসুদ পারভেজ (সিটিজেন নিউজ)। উত্তরা প্রেসক্লাবের এই নতুন আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।