সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর চলে যাওয়ার খবর রটানোর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি মডেল-অভিনেতা হিরো আলম।
বিষয়টি নিয়ে গেল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
সেখানে হিরো আলম লেখেন- ‘কিছু ভুয়া পেজ ও ইউটিউব আছে, যাদের খেয়ে কোনও কাজ নেই, বাজে কিছু গুজব রটাচ্ছে। আমার নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলীর সঙ্গে পালিয়ে গেছে! এটি সম্পূর্ণ মিথ্যা। কেউ গুজবে কান দেবেন না।’
তিনি আরও লেখেন- ‘আমরা অনেক সুখে ও সান্তিতে সংসার করছি। তাই অনেকের সহ্য হচ্ছে না। আজেবাজে নিউজ করছে। ইউটিউবে পেজে ভিউ বাড়ানোর জন্য, ইনকাম করার জন্য আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে, ভিডিও বানাচ্ছে। আমরা একসাথে আছি, সংসার করছি। সবাই দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।’