ঈদের প্রথম দিন পশু জবাই দিতে গিয়ে আহত হয়েছেন অনেকে। এদিন বাইক এক্সিডেন্ট করেও অনেকে আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এরকম ২৬৬ জন আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১০৩ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে হাসপাতালে গত ২৪ ঘণ্টার ডাটা এন্ট্রি ও রোগী ভর্তির তথ্য থেকে এসব জানা যায়।
রোগী ভর্তির কাজে দায়িত্বরত এক নার্স জানান, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৬ জন রোগী হাসপাতালে এসেছেন। অধিকাংশ বাইক দুর্ঘটনা ও কোরবানি দেয়ার সময় গরুর লাথিতে হাত-পা ভেঙে হাসপাতালে এসেছেন।
তিনি জানান, এদের মধ্যে ১০৩ জনের অবস্থা গুরুতর। অপারেশনের পর তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
এদিকে জরুরি বিভাগ ঘুরে কথা হয় রোগীদের সঙ্গে। পল্লবী থেকে এসছেন আলামিন মোল্লা। তিনি জানান, কোরবানির পশু জবাই করতে গিয়ে হাতে ছুরি চালিয়ে দিয়েছে হুজুর।
এ ছাড়া মাংস কাটতে গিয়ে হাতের রগ কাটা নিয়ে সাভার থেকে এসেছেন মোহাম্মদ শরিফ।
ঈদের দিন বাইক নিয়ে বের হয়ে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন সিরাজুল ইসলাম (২৮)।
তারা বাবা বলেন, ‘ছেলেকে বললাম বাপ ঈদের দিন বাইক নিয়ে বের হওয়ার দরকার নেই। বাইক নিয়ে বের হওয়ার ৩০ মিনিটের মধ্যেই বাড়িতে দুর্ঘটনার খবর আসে।’