1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
March 21, 2023, 1:02 am

আনলোড হচ্ছে ভারত থেকে আসা ২০০ টন অক্সিজেন

Dhaka24 | Online Desk:
  • Update Time | Monday, July 26, 2021,
  • 1 View

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে আনলোড করা হচ্ছে ভারত থেকে আসা ২০০ টন তরল অক্সিজেন। রোববার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ১০ কন্টেইনার অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি এই স্টেশনে এসে পৌঁছায়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে আনলোড কার্যক্রম শুরু হয়।

আনলোড করা হলে লরিতে করে ঢাকা নেয়া হবে অক্সিজেন। সেখান থেকে চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানিয়েছে রেল ও স্বাস্থ্য অধিদফতর।

এর আগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ট্রেনটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১০টায় ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এই অক্সিজেন বুঝে নিতে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুখ আহাম্মদ, আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড’র প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর উর রহমানসহ সংশ্লিষ্ট আরও অনেকে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD