1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে জুলাইয়ে করোনায় ৩৬ মৃত্যুর ২৩ জন নারী

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৩১ পাঠক

নারায়ণগঞ্জে করোনায় নারীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। শুধু জুলাই মাসে এ জেলায় মারা গেছে ৩৬ জন। এরমধ্যে মধ্যে ২৩ জনই নারী। এ মাসে মৃত্যুতে নারীদের মৃত্যুর হার ৬৩ দশমিক ৮৯। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ পরিসংখ্যান জানা গেছে।

সূত্র আর জানায়, মারা যাওয়া নারীদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১০ জন, বন্দরে ৫ জন, নারায়ণগঞ্জ সদরে ৪ জন, সোনারগাঁয় ৩ জন ও রূপগঞ্জে ১ জন রয়েছেন।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে জানানো হয়, ৪ জুলাই একজন নারীর মৃত্যু দিয়ে এ মাসে মৃত্যুর মিছিল শুরু হয়। দুইদিন বিরতি দিয়ে ৭ জুলাই মারা যান দুইজন নারী। এরপর ৮ জুলাই ১ জন, ১২ জুলাই ১ জন, ১৩ জুলাই ১জন, ১৪ জুলাই ১ জন, ১৬ জুলাই ২ জন, ১৭ জুলাই ১জন, ২০ জুলাই ২ জন, ২১ জুলাই ১ জন, ২৩ জুলাই ২ জন, ২৪ জুলাই ২ জন, ২৫ জুলাই ১ জন, ২৮ জুলাই ২ জন, ৩০ জুলাই ২জন ও ৩১ জুলাই একজন মারা যান।

মারা যাওয়া নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সী নারীর বয়স ৩০ ও সবচেয়ে বেশি বয়সী নারীর বয়স ৭৫ বছর। এ মাসের ২০ জুলাই সোনারগাঁয় ও ২৭ জুলাই বন্দরে ৩০ বছর বয়সী নারীর মৃত্যু হয়। অপরদিকে ১২ জুলাই নারায়ণগঞ্জ সদরে ৭৫ বছর বয়সে একজনের মৃত্যু হয়। যদিও ২১ জুলাই সোনারগাঁয় ১৬ বছরের এক কিশোরের ও ২৪ জুলাই বন্দরে ৯০ বছরের এক বৃদ্ধের করোনা মৃত্যু হয়।

এরআগে ২৫ জুলাই মৃত্যুর সংখ্যা ২৫০ ছুঁয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৬৭ বছরের এক নারীর মৃত্যুর মধ্যদিয়ে জেলায় মৃত্যুর এই মাইলফলক স্পর্শ করে। ২০২০ সালের ৩০ মার্চ বন্দরে পুতুল নামের এক নারীর মৃত্যুর মধ্যদিয়ে জেলায় করোনায় মৃত্যুর মিছিল শুরু হয়। একই বছরের ৮ মার্চ নারায়ণগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। ৩০ মার্চ বন্দরের রসুলবাগ এলাকায় পুতুল নামের ওই নারীর মৃত্যু হয়।

৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। পরের দিন পুরো জেলাকে লকডাউন করে আইএসপিআর।

সিভিল সার্জন অফিস জানায়, আক্রান্তের সংখ্যার সেঞ্চুরি দিয়ে জুলাই মাস শুরু হয়। পরের দিন ২ জুলাই আক্রান্ত হয় ১০৯, ৩ জুলাই ৪৬, ৪ জুলাই ৯৫, ৫ জুলাই ১১২, ৬ জুলাই ১৬৪, ৭ জুুলাই ১৫৬ ও ৮ জুলাই ২০৩ জন, ৯ জুলাই ২১৫, ১০ জুলাই ১০০ ও ১১ জুলাই ১৪৬ জন, ১২ জুলাই ২১০ জন, ১৩ জুলাই ২৩১, ১৪ জুলাই ২৩৯, ১৫ জুলাই ১৯০ জন , ১৬ জুলাই ২৪৭, ১৮ জুলাই ২০৯, ১৮ জুলাই ১৯২ ও ১৯ জুলাই ২৪৫, ২০ জুলাই ৩১৬ জন, ২১ জুলাই ২৮১, ২২ জুলাই (ঈদের ছুটিতে) ১৮জন, ২৩ জুলাই ৯০ ও ২৪ জুলাই ১৫৫ জন, ২৫ জুলাই ১৯৬, ২৬ জুলাই ১৮১ ও ২৭ জুলাই ২১৪ জন, ২৮ জুলাই ২০০ ও ২৯ জুলাই ২৫৪, ৩০ জুলাই ২৬৫ জন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD