যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ি সাইফুল ইসলাম সিফাত (২৮) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার(৪ আগস্ট) রাতে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকার আরিফ গিফট সেন্টারের সামনে থেকে সিফাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ৷ গ্রেফতারকৃত মাদক কারবারি সিফাত শহরের বকচর এলাকার কোরবান আলীর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে৷
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম ঢাকা টোয়েন্টিফোর কে জানান, গতকাল বুধবার রাত আট টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় আরিফ গিফট সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম সিফাতকে ৫২পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়৷ এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে৷