রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলা বাদালদী এলাকায় বাংলাদেশ মৎসজীবী ও জেলে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে করোনা কালিন সময়ে নিম্নআয়ের শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বুধবার ৪ জুলাই রাতে সুবিধাবঞ্চিত হত দরিদ্র এবং অসহায়দের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
বাংলাদেশ মৎসজীবী ও জেলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম ইউনুস মিয়া উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে সভাপতি ইউনুস আলী বলেন, বাংলাদেশ মৎসজীবী ও জেলে ফাউন্ডেশন একটি অরাজনৈতিক , সামাজিক, সেবামূলক সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য মানব সেবা করা। সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগিতায় উক্ত সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। আমাদের সংগঠন প্রথম থেকেই সেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছি। আগামীতেও আমরা আমাদের সাধ্যমত অসহায় মানুষের পাশে দাড়াবো।