ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে চার পুরুষ ও চার নারী রয়েছেন। তারা সবাই উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে ১৩৮ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জন পজেটিভ, বাকী ১০২ জন উপসর্গে ভুগছেন।
এদিকে জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জন পজিটিভ হয়েছেন।