কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার সেতু এলাকায় সৈয়দ নজরুল ইসলাম চত্বর সংলগ্ন স্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নবনির্মিত ম্যুরাল গত মাসের (২৯ জুলাই) বৃহস্পতিবার রাতে ভাঙচুর করে। দুষ্কৃতিকারীরা ম্যুরালটিতে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজের উদ্বোধনী নামফলক
এবং সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ভাঙচুর করায়। আজ সোমবার (৯ আগস্ট) সকাল এগারটায় পাকুন্দিয়া উপজেলা গেটের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, নারান্দি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাবুল আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।