বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। একদিনে মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশে একটি রেকর্ড। তবে এর আগে আরও একদিন কোভিডে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু ঘটেছিল।
গত ৫ই অগাস্ট স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল যে আগের ২৪ ঘণ্টায় এ যাবতকালের একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু ঘটেছিল।
এরও আগে ২৭শে জুলাই ২৫৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১১ হাজার ১৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
সব মিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ১৬১ জন, আর মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।