আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস।
১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক,নিপীড়িত মানুষের নেতা, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি,বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় আজ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে। আজ রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন শাহনাজ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান, ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমনসহ অনকেই। এবং উপজেলা আওয়ামী লীগের ব্যানারে একটি শোক র্যালি পাকুন্দিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করার শেষে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে৷ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ ( পাকুন্দিয়া- কটিয়াদি ) আসনের মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, সাবেক যুগ্ন – আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ ও নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শফিক প্রমুখ
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিনম্র শ্রদ্ধা অর্পণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
দোয়া-মোনাজাত করা হয়। আয়োজিত কর্মসূচিগুলোতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।