রাজধানীর উত্তরার ১৪ নং সেক্টর, ২০ নম্বর রোডে নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
১২ ই সেপ্টেম্বর, রবিবার বিকেলে কুমিল্লা হোল্ডিংস লিমিটেড কোম্পানীর নির্মাণাধীন একটি নতুন ভবনে কাজ করার সময় সেই ভবন থেকে নিচে পড়ে যায় মোহাম্মদ আলী, পরে আহত ব্যাক্তিকে দ্রুত হসপিটালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায়, নিহত ব্যক্তির বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। নিহত ব্যাক্তির পিতার নাম মোঃ নুর ইসলাম, মাতার নাম মোছা: বকফুল বেগম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী, কোম্পানীর অবহেলার কারনেই এরকম দুর্ঘটনা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে ১৩ ই সেপ্টেম্বর সোমবার উত্তরা পশ্চিম থানায় একটু অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-২০ ।
উক্ত ঘটনার বিষয়ে বার বার চেষ্টা করেও কুমিল্লা হোল্ডিংস লিমিটেড কোম্পানির সাথে যোগাযোগ করতে পারা যায় নি, ফোনে সংবাদ কর্মী পরিচয় দেয়ার সাথেই সমস্ত মুঠো ফোন বন্ধ করে দেয় তারা, কুমিল্লা হোল্ডিংস এর প্রধান কার্যালয় গেলে সেখানেও তাদের অফিস বন্ধ পাওয়া যায়।
বিষয়ে উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস ঢাকা টোয়েন্টিফোর কে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে টীম পাঠিয়েছি, এবং এই বিষয়ে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।
নিহত ব্যাক্তির মৃত দেহ ঢাকা মেডিকেল হসপিটালে পোস্ট মডেম শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।